Print

Bhorer Kagoj

চুয়াডাঙ্গায় ভারতে অনুপ্রবেশের সময় আটক ১৯

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০১৭ , ১:৪৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৮, ২০১৭, ১:৪৬ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে আটকরা অবৈধভাবে ভারতীয় দালালের মাধ্যমে অনুপ্রবেশের সময় নাটুদাহ পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে রাতেই মামলা হয়েছে বলে জানান তিনি।

আটকরা হলেন- গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার অভিনাশ মন্ডলের ছেলে শ্রী মানব মন্ডল (৪০), গোয়াল গ্রামের কানাইলাল সরকারের ছেলে কংকন সরকার (৩০), চকশী গ্রামের বীরেণ বিরাগীর ছেলে বিষ্ণ বিরাগী (৩১), বাসুদেবপুরের অমৃত বিশ্বাসের ছেলে অনিমেষ বিশ্বাস (২৪), পাটকেল বাড়িয়া গ্রামের শমর মন্ডলের ছেলে মহানন্দ্র মন্ডল (১৫),বাটিকামারী গ্রামের বলরাম মন্ডলের ছেলে নবীন মন্ডল (২২), কলি গ্রামের তারাপদ মন্ডলের ছেলে সমিরন মলি­ক (১৭), একই গ্রামের দূর্লভ বিশ্বাসের ছেলে বিলাস বিশ্বাস (১৯), নিশিন্দ্রপুর গ্রামের নিরাঞ্জন সরকারের ছেলে নিয়াজ সরকার (২৩), নয়াকান্দি গ্রামের মৃত মহেন্ত বিরাগীর ছেলে অনন্ত বিরাগী (৩৩), তার স্ত্রী রমিলা বোরাগী (৩০), একই গ্রামের মৃত কালিপদর স্ত্রী ডলি মন্ডল (৬৬), বাঘাদিয়া গ্রামের মানব মন্ডলের স্ত্রী কাঁকলি মন্ডল (৩৩), টিকাইডাঙ্গা গ্রামের শুকান্ত বিশ্বাসের মেয়ে শ্যামলী বিশ্বাস (২৫), গায়েন্দা গ্রামের মৌঠাল মন্ডলের স্ত্রী নিলিমা মন্ডল (৩৯), তার মেয়ে পূর্ণা মন্ডল (৬), দলিরপার গ্রামের আনন্দ বিশ্বাসের স্ত্রী রিনা বিশ্বাস (৪৬) ও বাঁকেমারী গ্রামের বলাই মন্ডলের স্ত্রী হাঁসি (৫৬), শরিয়তপুর জেলার পালং উপজেলার ডুংসা গ্রামের জামিনী পালের ছেলে কৃষ্ণু পাল (৬৪) ও একই গ্রামের কৃষ্ণু পালের স্ত্রী আলো রানী পাল (৫৬)।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]