Print

Bhorer Kagoj

মূর্খ

প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৯ , ১২:৩৪ অপরাহ্ণ | আপডেট: জুন ১০, ২০১৯, ৬:১৬ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

বসদের তোষামোদ করা এক ধরনের শিল্পকর্ম
আমি শিখি নি
অফিসে টেবিলের নিচে হাত বাড়িয়ে
উৎকোচ গ্রহণ করা এক ধরনের পারদর্শিতা
আমি দেখাতে পারি নি
নববিবাহিতা স্ত্রীকে নিয়ে ঘুষের টাকায়
নিত্যনতুন অলঙ্কার কিনে দেয়া একধরনের বাহাদুরি
আমি সেখানেও ছিলাম অক্ষম।

চাকরি জীবন শেষে লেখালেখি ধরেছি
আমার ডাক্তারবন্ধু সুদৃশ্য কিছু প্যাড দিয়ে বলে,
এই নাও তোমার লেখার সরঞ্জাম
আমি তো পেয়েই থাকি।
তুমি গল্প-কবিতা লেখ, এগুলো কাজে লাগবে।

সাগ্রহে ওসব নিয়ে ডাক্তারবন্ধুকে ধন্যবাদ দেই
একবারও মনে আসেনি এগুলোও উৎকোচ
ডাক্তারদের দিয়ে থাকে বিভিন্ন ঔষধ কোম্পানি
রোগীদের মাঝে বেশি বেশি তাদের কোম্পানির
ঔষধ লিখে দেবে তাই।

মূর্খরা ওসব বোঝে না, আমিও বুঝিনি
বুঝেছি শুধু ডাক্তারের ভালোবাসাটাই।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]