Print

Bhorer Kagoj

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০১৯ , ৩:২৮ অপরাহ্ণ | আপডেট: মে ২৮, ২০১৯, ৩:২৮ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ মঙ্গলবার কার্ডিফে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ০৩টায়।

গত রবিবার পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে। মূল মঞ্চের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ আজ মাশরাফি-কোহলিদের সামনে। প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত নাস্তানাবুদ হয়েছে নিউজিল্যান্ডের হাতে।

০২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপ অভিযানে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ০৩ টায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ ও মোসাদ্দেক হোসেইন।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বিজয় শঙ্কর, কেদার যাদব, জসপ্রীত বুমরাহ ও যুজুবেন্দ্র চাহাল।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]