Print

Bhorer Kagoj

পাবনায় গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০১৭ , ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০১৭, ১২:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক

পাবনা সদর উপজেলার ধরবিলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মুকুল হোসেন (৪০)। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবরামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় ৭/৮ জনের একদল ডাকাত সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা খন্দকারপাড়া গ্রামের আবুল কামেশের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বাড়ির লোকজন টের পেয়ে চেঁচামেচি শুরু করে। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে ধাওয়া দেয়। এ সময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুল হোসেনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]