বাংলাদেশের জনপ্রিয় পপ সংগীতশিল্পী মিলাকে মারধর ও যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই পুলিশ পারভেজ সানজিরকে গ্রেপ্তার করে আদালতে চালান করে দেয়। উত্তরার পশ্চিম থানার এসআই(তদন্ত) আব্দুর রাজ্জাক এ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, মিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে পারভেজ সানজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। আজ শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এসআই রাজ্জাক আরো জানান, কণ্ঠশিল্পী মিলা বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি ছিলেন।
উল্লেখ্য, একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল মিলার। চলতি বছরের ১২ই মে রাতে মিলার বাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]