বিদ্যুতের দাম কমানো এবং চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলে জীবনযাত্রার ব্যয় আবার বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রায় সংকট আরো বাড়বে। এর পাশাপাশি অব্যাহত ধারাবাহিকভাবে চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত দামের কারণে মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। বক্তারা অচিরেই বিদ্যুতের এবং চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানান।
সংগঠনের সহসভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি চৌধুরী আশিকুল আলম, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম জাহাঙ্গীর হুসাইন, সহসাধারণ সম্পাদক মো. ইয়াসিন, শাহজাহান কবির, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন প্রকাশ দত্ত।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]