Print

Bhorer Kagoj

শেষ হলো সপ্তাহব্যাপী ‘বিজয়ের মহোৎসব’

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০১৮ , ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৮, ১১:১৭ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক

প্রামাণ্যচিত্র ‘অপারেশন জ্যাকপট’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী ‘বিজয়ের মহোৎসব’। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ স্লোগানে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে গত শুক্রবার উদ্বোধন করা হয়েছিল ওই উৎসবের। আলোচনা, চলচ্চিত্র, নাটক, পালা, সঙ্গীত ও নৃত্য, অ্যাক্রোবেটিকসহ নানা ধরনের পরিবেশনায় প্রতিদিনই মুখর ছিল উৎসবটি। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান।
একাডেমির নৃত্যদলের পরিবেশনা দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাঙামাটি এবং ত্রিপুরা জনগোষ্ঠীর লোকনৃত্য পরিবেশন করে অন্তর দেওয়ান পরিচালিত নৃত্যদল। ‘জাগো বাংলাদেশ…’ এবং ‘ও কি রূপ দেখি নয়ন ভরিলো…’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে নন্দন কলাকেন্দ্র। কৃপা সিন্ধু রায়ের পরিচালনায় ঐতিহ্যবাহী লোকনাট্য কুশান যাত্রা পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন ছন্দা চক্রবর্তী, শফি মণ্ডল, তানভীর আলম সজীব ও বিউটি। মঞ্চসারথী আতাউর রহমান নির্দেশনায় সৈয়দ শামসুল হক অনূদিত উইলিয়াম শেকসপিয়ারের ‘হ্যামলেট’ নাটকের অংশ বিশেষ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের অংশ বিশেষ পরিবেশন করে নাগরিক নাট্যসম্প্রদায়। এ ছাড়া একাডেমির অ্যাক্রোবেটিক দলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]