মানবতাবিরোধী অপরাধ : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খান রোকনুজ্জামান গ্রেপ্তার

আগের সংবাদ

ঝুঁকি প্রবল, প্রস্তুতি কম > বড় ভূমিকম্পের আশঙ্কা > মৃত্যুকূপ হবে রাজধানী > দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা নিয়ে সংশয়

পরের সংবাদ

২ গোডাউন থেকে ১৭শ কেজি পলিথিন জব্দ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে ১৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে ওসমানিয়া গলির নামে একটি এলাকার দুটি গোডাউন থেকে ১৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওসমানিয়া গলির নামহীন একটি গোডাউন এবং রহমান অ্যান্ড ব্রাদার্সের একটি গোডাউন থেকে ১.৭ টন (১৭০০ কেজি) উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ কারণে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। তিনি বলেন, জেলা প্রশাসন পলিথিনমুক্ত নগরী গড়ার জন্য বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়