কাগজ প্রতিবেদক : ডেঙ্গু সংক্রমণ কিছুতেই নি¤œমুখী হচ্ছে না। ঢাকায় স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে এখনো দৈনিক রোগীর সংখ্যা অনেক। এদিকে দেশে ডেঙ্গুর টিকা নিয়ে যে আশার সঞ্চার হয়েছে তাতে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
গতকাল সোমবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দেশে ডেঙ্গুর টিকা তৈরি হয়েছে, কিন্তু এখনো সেটি তেমনভাবে কার্যকর হয়নি। আমাদের দেশে তৈরি টিকার দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল হয়েছে। আরো কয়েকটি পর্যায়ের ট্রায়াল বাকি আছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ডেঙ্গু টিকা তৈরির জন্য যা কিছু প্রয়োজন, তারা চাইলে আমরা সাহায্য সহযোগিতা করব। আলোচনার মাধ্যমে আমাদের কাছে সাহায্য চাইলে আমরা অবশ্যই দেব। আমরা চাই, একটি টিকা ডেভেলপ করুক এবং সেই টিকা কার্যকর ও নিরাপদ হোক। যেন এ টিকা আমাদের দেশে দিতে পারি।
এর আগে শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেছিলেন, আমাদের দেশে আইসিডিডিআর,বি পরীক্ষামূলকভাবে ডেঙ্গু প্রতিরোধে টিকা তৈরি করেছে- যা এখনো পরীক্ষানিরীক্ষায় রয়েছে। প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে অনুমোদন নেয়া হবে এবং আরো পরীক্ষানিরীক্ষা করতে হবে। পরীক্ষানিরীক্ষা শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে তা আমাদের দেশেও ব্যবহার করা যাবে। কিন্তু এ মুহূর্তে পৃথিবীর কোনো দেশেই ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে কার্যকরী টিকা তৈরি হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু এবং ২ হাজার ৫৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত রবিবার রোগী ছিল ২ হাজার ৮৮২ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৬০৭ জন আর ঢাকার বাইরে ১ হাজার ৯৮৯ জন। মৃত ১১ জনের মধ্যে ৭ জন ঢাকার ও ৪ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ২৮৩। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ১২০ জন আর অনান্য বিভাগে ৬ হাজার ১৬৩ জন। এ বছর ১ জানুয়ারি থেকে গতকাল ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে ঢাকায় ৮৪ হাজার ৪৫৮ জন আর ঢাকার বাইরে ১ লাখ ২৪ হাজার ৪২৬ জন। হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৫৮৪ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮০ হাজার ৬৮৩ জন আর ঢাকার বাইরে ১ লাখ ১৭ হাজার ৯০১ জন। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭ জনের। এর মধ্যে ঢাকার ৬৫৫ জন আর ঢাকার বাইরের ৩৬২ জন। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে ৫৭৭ জন নারী আর ৪৪০ জন পুরুষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।