মানবতাবিরোধী অপরাধ : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খান রোকনুজ্জামান গ্রেপ্তার

আগের সংবাদ

ঝুঁকি প্রবল, প্রস্তুতি কম > বড় ভূমিকম্পের আশঙ্কা > মৃত্যুকূপ হবে রাজধানী > দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা নিয়ে সংশয়

পরের সংবাদ

সুন্দরগঞ্জে বউ শাশুড়ির মেলা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান বউ-শাশুড়ির মেলা। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রকল্পের আয়োজনে সেভ দ্যা চিলড্রেন ও কোইকার অর্থায়নে গতকাল সোমবার সোনারায় ইউনিয়ন পরিষদ চত্বরে মেলা অনুষ্ঠিত হয়। সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিমের সভাপতিত্বে মেলা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলার এসসিএইচ এফপি মেডিকেল অফিসার ডাক্তার মো. আতিকুর রহমান। আরো বক্তব্য রাখেন- বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, শিবরাম মো. হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবু তাহের আলম, শিশু কানুন আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত সরকার, ইউপি সদস্য ফরিদা পারভিন, মমতা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর উম্মে কুলছুম ইলা, সেভ দ্যা চিলড্রেনের সেফ গাড়িং অফিসার অনিন্দিতা ঘোষ, মমতা প্রকল্পের উপজেলা কো-অডিনেটর ফারজানা সুলতানা প্রমুখ। পরে মেলায় বউ ও শ্বাশুড়ির মধ্যে সেতু বন্ধনের জন্য বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ২০২১ সালের জুন মাস হতে উপজেলার বামনডাঙ্গা, সোনারায় ও তারাপুর মাও শিশুর মৃত্যুর হার কমানো নিয়ে কাজ করছেন মমতা প্রকল্প।
ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রটিকে আধুনিকায়ন করে সেখানে নিরাপদ ও স্বাভাবিক সন্তান প্রসব এবং সন্তানের সেবা প্রদান করছেন প্রকল্পটি। ইতোমধ্যে বামনডাঙ্গা ইউনিয়নে ৩২৩ জন, সোনারায় ইউনিয়নে ১৭৭ জন এবং তারাপুর ইউনিয়নে ১৯৮ জন মা স্বাভাবিক ও নিরাপদ ভাবে সন্তান প্রসব করেছেন। এই প্রকল্পটি বর্তমানে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রবসের ক্ষেত্রে উপজেলায় ব্যাপক সারা জাগিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়