কাগজ প্রতিবেদক : সাভার মডেল থানার এসআই রাজু ও এনায়েত এক ব্যক্তিকে ধরিয়ে দিতে আরেক ব্যক্তিকে চাপ দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের সন্দেহভাজন ব্যক্তিকে অপর ব্যক্তি চিনেন না দাবি করে ঢাকা রেঞ্জ ডিআইজির কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন। গতকাল সোমবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান মো. নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ী। এ সময় তার মা আলেয়া বেগম ও স্ত্রী রূপা বেগম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নাসির উদ্দিন বলেন, গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার সাভার মডেল থানার এসআই রাজু মোবাইল ফোনে কল করে তার সঙ্গে সাভার বাজার বাসস্ট্যান্ডে দেখা করতে বলেন। কোনো অভিযোগ বা জিডি আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি অন্য একটি বিষয়ে তাকে সহযোগিতা করতে বলেন। পরে বিকাল ৩টার দিকে এসআই রাজু তাকে অফিসের লোকজনদের বাইরে বের করে দিতে বলেন। পরে এসআই রাজু সোর্স সঙ্গে নিয়ে অফিসের ভেতরে ঢুকেই গেট আটকে দিয়ে সামনের চেয়ারে বসে টেবিলে পা তুলে শুয়ে পড়েন। তখন রাজু তাকে (নাসিরকে) এক ব্যক্তির ছবি দেখিয়ে বলেন তাকে চেনেন কিনা? লোকটিকে চিনতে না পারার কথা জানালে রাজু তাকে ধমক দেন। এসআই রাজু বলেন, ওই লোকটি চুরির মামলার আসামি। তাকে ধরিয়ে দেবেন, না হলে আপনাকে তুলে নিয়ে যাব। তখন সাদা পোশাকে দুই ব্যক্তি নাসিরের অফিসে ঢোকেন। তাদের একজন এসআই এনায়েত। তারা আড়াই ঘণ্টা ধরে নাসিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। ছবিতে দেখানো লোকটিকে ধরিয়ে না দিলে নাসিরকে তুলে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় পরিত্রাণ চেয়ে নাসির ঢাকা রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগ করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।