কাগজ প্রতিবেদক : ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ সারাদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। এটিকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলা হচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত সেপ্টেম্বর তিনবার এবং আগস্ট মাসে দুই বার ভূমিকম্প হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে ভারতের আসাম। এর মাত্রা ৫ দশমিক ২। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম। বাংলাদেশ ও ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।
এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মেঘালয় রাজ্যের রেসুবেলপাড়া থেকে ৩ কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনে ভূমিকম্পের প্রভাব পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের গোয়ালপাড়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনে বিভিন্ন মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। কিছু কিছু জায়গায় রিখটার স্কেলে এর কম্পন মাত্রা ছিল ৫ দশমিক ৩। মেঘালয় রাজ্যেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের রেসুবেলপাড়ার আশপাশে বলে জানা যাচ্ছে। কম্পন অনুভূত হয়েছে আসামেও।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ১৭ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যে ভূমিকম্প অনুভূত হয় সেটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে। গত ১১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্ত। এ ছাড়া ৯ সেপ্টেম্বর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের কাছাড় এলাকা। আগস্ট মাসে দুই দফায় বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে একটি অনুভূত হয় ২৯ আগস্ট। এর উৎপত্তিস্থল ছিল সিলেট। ১৪ আগস্ট যে ভূমিকম্পটি হয়, সেটির কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সিলেটের কানাইঘাট এলাকায়।
যেসব জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে : ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, গাইবান্ধা, রাজশাহী, জামালপুর, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, শেরপুর, সাভার, গাজীপুর, পঞ্চগড়, কক্সবাজার, লালমনিরহাট, হবিগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।