মানবতাবিরোধী অপরাধ : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খান রোকনুজ্জামান গ্রেপ্তার

আগের সংবাদ

ঝুঁকি প্রবল, প্রস্তুতি কম > বড় ভূমিকম্পের আশঙ্কা > মৃত্যুকূপ হবে রাজধানী > দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা নিয়ে সংশয়

পরের সংবাদ

ভোলায় সিসি ব্লক ধসে নারী ও শিশুর প্রাণহানি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভোলা প্রতিনিধি : ভোলার ইলিশা লঞ্চঘাটে সিসি ব্লক ধসে দুজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। ঘটনাটি গতকাল সোমবার দুপুর ১টার দিকে ঘটে। এ ঘটনায় লাইজু (৩৮) নামে এক নারী ও ২ বছরের এক শিশু মারা যান। ঘটনাস্থলেই লাইজুর মৃত্যু হয় এবং ভোলা সদর হাসপাতালে মৃত্যু হয় শিশুটির।
ভোলা সদর থানার ওসি মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও কোস্ট গার্ড এক সঙ্গে কাজ করছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়।
ঘটনার সূত্র থেকে জানা যায়, দুপুর ১টার দিকে ইলিশা ঘাটে মেঘনা নদীর পাড় রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের সিসি ব্লক ধসে কয়েকজন পথচারীসহ একটি নৌকা তলিয়ে যায়। এতে ব্লকের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হলেও এখনো নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা অভিযান পরিচালনা করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়