মানবতাবিরোধী অপরাধ : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খান রোকনুজ্জামান গ্রেপ্তার

আগের সংবাদ

ঝুঁকি প্রবল, প্রস্তুতি কম > বড় ভূমিকম্পের আশঙ্কা > মৃত্যুকূপ হবে রাজধানী > দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা নিয়ে সংশয়

পরের সংবাদ

ভোগান্তিতে যাত্রীরা : আবারো ঢাকার সঙ্গে রাজবাড়ীর সরাসরি বাস চলাচল বন্ধ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি : ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্ব›েদ্বর জের ধরে আবারো ঢাকা-রাজবাড়ী সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল সোমবার ভোর থেকে বন্ধ রয়েছে এ বাস চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।
জানা যায়, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাসকে রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাসের স্থানে প্রতিদিন ৫-৬টি বাস চলছিল ঢাকা-রাজবাড়ী রুটে। এর প্রেক্ষিতে রাজবাড়ী বাস মালিক সমিতি গোল্ডেন লাইনের দুটি বাস রেখে বাকি বাসের যাত্রী নামিয়ে খালি বাস ফেরত পাঠায়। এর প্রেক্ষিতে ঢাকার গাবতলীতে গত রবিবার সন্ধ্যায় গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে ঘোষণা দেয় রাজবাড়ীর কোনো বাস ঢাকায় আসবে না আবার ঢাকা থেকেও কোনো বাস রাজবাড়ী যাবে না। ফলে গতকাল সোমবার সকাল থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
রাজবাড়ী বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন, কিছুদিন আগে রাজবাড়ী বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা না করেই গোল্ডেন লাইন ঢাকা-রাজবাড়ী রুটে বাস চালু করে। তখন আমরা বাধা দিলে দুদিন বাস বন্ধ থাকার পর আলোচনার মাধ্যমে তাদের দুটি বাস চলাচল করার অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু এখন তারা ইচ্ছামতো বাস চালু করেছে। দুটির স্থানে ৬টি বাসও চালিয়েছে। এজন্য আমরা তাদের দুটি বাস রেখে বাকি বাস চলাচলে বাধা দেই। এজন্য তারা গাবতলীতে আমাদের সব বাসের কাউন্টার বন্ধ রাখে। গোল্ডেন লাইন গায়ের জোরে এসব করছে। এদিকে ঢাকার সঙ্গে সরাসরি বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়