মানবতাবিরোধী অপরাধ : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খান রোকনুজ্জামান গ্রেপ্তার

আগের সংবাদ

ঝুঁকি প্রবল, প্রস্তুতি কম > বড় ভূমিকম্পের আশঙ্কা > মৃত্যুকূপ হবে রাজধানী > দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা নিয়ে সংশয়

পরের সংবাদ

জাফলংয়ে বালু উত্তোলন : ৫ নৌকা জব্দ দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিলেট অফিস : সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএ (পরিবেশ সংকটাপন্ন এলাকা) এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। এতে ওই এলাকার পরিবেশ হুমকিতে রয়েছে। গতকাল সোমবার সেখানে অভিযান চালায় টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সময় ৫টি বালুবাহী নৌকা জব্দ করা হয়। এছাড়া এসব নৌকার পরিচালকদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়। গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন জানান, সোমবার জাফলংয়ের ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে অভিযান চালায় টাস্কফোর্স। অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদপ্তর, বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানে ৫টি বালুবাহী নৌকা জব্দ করে মামলা দেয়া হয়। এছাড়া এসব নৌকার পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়