মানবতাবিরোধী অপরাধ : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খান রোকনুজ্জামান গ্রেপ্তার

আগের সংবাদ

ঝুঁকি প্রবল, প্রস্তুতি কম > বড় ভূমিকম্পের আশঙ্কা > মৃত্যুকূপ হবে রাজধানী > দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা নিয়ে সংশয়

পরের সংবাদ

এনআইডি : প্রবাসীরা আবেদনে সব কাগজ জমা না দিলেও বাতিল নয়

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : প্রবাস থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলেও তা বাতিল না করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যথাযথ কাগজপত্র জমা দেয়া সাপেক্ষে তদন্তের পর আবেদন নিষ্পত্তি করতে হবে। স¤প্রতি সব উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এমন নির্দেশনা পাঠানো হয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার নির্দেশনাটি পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কাজ চলমান রয়েছে। যেসব প্রবাসীর বায়োমেট্রিক কাজ শেষ করা হয়েছে তাদের আবেদনগুলো কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে পাওয়া যাবে। উপজেলা/থানা/রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদনকৃত ভোটার ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরজমিনে তদন্ত শেষ করবেন।
যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা হয়নি সেসব আবেদন বাতিল না করে প্রতিবেদন ছকে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ মর্মে উল্লেখ করতে হবে। পরে ডকুমেন্ট সংযুক্ত করা হলে তদন্ত কাজ শেষ করতে হবে। আর যাদের আবেদনের সঙ্গে সংযুক্তি রয়েছে তাদের তথ্য সরজমিন তদন্ত করে আবেদন অনুমোদন বা বাতিল করে প্রতিবেদন দ্রুত দেয়ার জন্য নির্দেশনায় বলা হয়েছে। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত থেকে ৭ হাজারের মতো প্রবাসী এনআইডি নিতে আবেদন করেছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি জনের আবেদন অনুমোদন হয়নি।
গত ১৮ মে সংযুক্ত আবর আমিরাতে প্রথম বিদেশে এনআইডি কার্যক্রম শুরু করে ইসি। চলতি অক্টোবরে ইতালি, সৌদি আরব ও ব্রিটেনে এ কার্যক্রম শুরু করবে সংস্থাটি। প্রবাসীদের আধিক্য রয়েছে এমন ৪০টি দেশে এ কার্যক্রম হবে।
প্রবাসীদের আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে- অনলাইন জন্ম সনদ, বৈধ বাংলাদেশি পাসপোর্টের কপি, এসএসসি/সমমানের শিক্ষা সনদ, আবেদনকারীর বাবা/মাতা/ভাই/বোন অথবা একজন রক্তের সম্পর্কীয় নিকট আত্মীয়ের (বাংলাদেশে বসবাসকারী) এনআইডি নম্বর প্রভৃতি। এছাড়া পাসপোর্ট ও জন্ম সনদের তথ্যের মধ্যে মিল থাকতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়