সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২য় স্ত্রী রহিমা বেগমের (৪২) বিরুদ্ধে স্বামী শাহজাহানের (৪৮) অণ্ডকোষে আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে নিহতের বড় বোন রাজিয়া আক্তার বাদী হয়ে রহিমা বেগমকে আসামি করে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত শাহজাহান (৪৮) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে ও কাঁচপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর বাড়ির ভাড়াটিয়া।
এদিকে ঘটনার পরপরই ঘাতক রহিমা বেগমকে সোনারগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে গতকাল শনিবার দুপুরে রহিমা বেগমকে হত্যা মামলায় আদালতে পাঠিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত শাহাজাহানের ২য় স্ত্রী রহিমাকে নিয়ে কাঁচপুর এলাকার আক্কাস আলীর বাড়িতে ভাড়া থাকতেন। গত শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ২য় স্ত্রী রহিমা বেগম তার স্বামী শাহাজাহানের অণ্ডকোষে আঘাত করে আহত করে। পরে আহত শাহাজাহানকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম জানান, থানায় একটি হত্যা মামলা নেয়া হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।