রাজধানীর ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আগের সংবাদ

মুখে স্বস্তির ভাব, মনে উদ্বেগ : মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার ঝড়

পরের সংবাদ

সাবেক রেলমন্ত্রী মুজিবুল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি বলেছেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা। তিনি সারাদেশের প্রতিটি ইউনিয়নে একাধিক কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু জামায়াত বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেয়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারো কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু করে।
গতকাল শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিবুল হক বলেন, জামায়াত-বিএনপি মানুষের কল্যাণ চায় না বলেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল।
তিনি আরো বলেন, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করেছেন। এখন তিনি স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বাংলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে এবং শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। সাবেক রেলমন্ত্রী আরো বলেন, চৌদ্দগ্রামের ১৩টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র, ১০ শয্যার হাসপাতালসহ ৪৪টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক, ওষুধসহ প্রয়োজনীয় উপকরণ দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সভায় উপস্থিত ছিলেন- কমিটির সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, সদস্য উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, ডা. তৈফিকুল আলম তারেক, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান মজুমদার মাসুম, প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল জলিল রিপন, ব্র্যাক ম্যানেজার আবদুল ওয়াহেদ মণ্ডল। সভায় বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু। এসময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনীতিবিদ আলী হোসেন চেয়ারম্যান, ইসহাক খান, সদস্য আবু তাহের, বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভূঁইয়া, রাজনীতিবিদ জিএম জাহিদ হোসেন টিপু, রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, জাফর ইকবাল, মাহফুজ আলম, কাজী ফখরুল আলম ফরহাদ, একে খোকন, আবু তাহের, মো. মোস্তফা প্রমুখ। হাসপাতালকে ১০০ শয্যা উন্নীতকরণ ও ডিজিটাল এক্সরে মেশিন (সিআর) স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে প্রেরণ, বর্হী বিভাগে গণশৌচাগার নির্মাণসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়