রাজধানীর ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আগের সংবাদ

মুখে স্বস্তির ভাব, মনে উদ্বেগ : মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার ঝড়

পরের সংবাদ

সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ : ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভোলা প্রতিনিধি : সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য তোফায়েল আহমেদের আপন ভাতিজা ও ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইফতেখারুল আলম স্বপনের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে ভোলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকিব।
মানববন্ধনে জহিরুল ইসলাম নকীব বলেন, কোনো এক অদৃশ্য শক্তির ক্ষমতার দাপটে দীর্ঘ ১৫ বছর ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ বালু উত্তোলনসহ এমন কোনো অপরাধ নাই যে চেয়ারম্যান স্বপন করেন নাই। তার কাছে ইউনিয়নের কোনো সুন্দরী মেয়ে নিরাপদ নয়। তার অত্যাচারে ভোলার মানুষ প্রতিবাদের ভাষা পর্যন্ত হারিয়ে ফেলেছে। যার প্রমাণ আমি নিজে। আমি এমন একটি দিন নেই যে স্বপনকে চাঁদা দেয়া ছাড়া ব্যবসা করেছি। তার সব অপকর্ম ভোলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানেন। তারাও অদৃশ্য ক্ষমতার দাপটের সামনে কোনোদিন ব্যবস্থা নিতে পারেন নি। চেয়ারম্যান নকীব এসময় ভোলার মানুষকে স্বপন চেয়ারম্যানের অত্যাচার ও দুঃশাসনের হাত থেকে বাঁচাতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় সাংবাদিকরা অদৃশ্য শক্তির উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনারা বুইজা লন স্বপনের ক্ষমতার উৎস কি।
এদিকে তোফায়েল আহামেদ এমপির ভাতিজার বিরুদ্ধে মাববন্ধনকে কেন্দ্র করে ভোলার পাবলিক প্লেসগুলোতে গুঞ্জন চলছে। তারা বলছেন, নকীব চেয়ারম্যান বাপের বেটা। তিনিই শেষপর্যন্ত মুখ খুলেছেন। আরো কত কিছু সামনে দেখতে হবে সময়ই বলে দিবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্ত পদক্ষেপ আশা করছি। যাতে ভোলার মানুষ এদের অত্যাচারের হাত থেকে মুক্তি পায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়