রাজধানীর ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আগের সংবাদ

মুখে স্বস্তির ভাব, মনে উদ্বেগ : মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার ঝড়

পরের সংবাদ

মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশু নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় ৩ পথশিশু নিহত হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। গতকাল শনিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যে কোনো সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই ৩ শিশু।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, সকালে মহাখালী উড়াল সড়কের নিচে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিল ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করা হয়। এরপর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়