ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী পর্যটন মেলার আয়োজন করা হয়েছে। কক্সবাজার স্টুডেন্ট ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির যৌথ উদ্যোগে আজ রবিবার ও আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন ডাচ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার মেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকরা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কক্সবাজার স্টুডেন্ট ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম বাপ্পি।
এতে বলা হয়, মেলায় হোটেল, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর এবং কক্সবাজারের ঐতিহ্যবাহী পণ্যের ১৪টি স্টল থাকবে। মেলা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে রাত ৮টায়। এছাড়া মেলা চলাকালীন পর্যটক এবং দর্শনার্থীদের জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের সেবা এবং পণ্যের উপর ১৫-৫০ শতাংশ ছাড় দেবে।
এছাড়া মেলায় আগত দর্শনার্থীদের জন্য সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ট্রাভেলপিএলজেড। প্রায় ২০ হাজার পর্যটক, দর্শনার্থী মেলা প্রাঙ্গণ মুখরিত রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজনের উদ্দেশ্য নিয়ে বলা হয়, পর্যটন মেলায় কক্সবাজারের লোকজ ঐতিহ্য-সংস্কৃতিলোকগীতি, ঐতিহ্যবাহী খাবার এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় পরিমণ্ডলে তুলে ধরাই মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কক্সবাজার স্টুডেন্টস ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাশেদুল রহমান রাসেল, ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সভাপতি মো. আশরাফুল ইসলাম নাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ট্যুর অপারেটর গ্রুপ অব কক্সবাজারের (ট্যুয়াক) সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কবির পাশা এবং পর্যটনবিষয়ক সম্পাদক তওহিদুল ইসলাম তোহা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।