প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
কাগজ প্রতিবেদক : এ বছর ডেঙ্গুতে দৈনিক মৃতের সংখ্যা ওঠানামার মধ্য দিয়ে তা পৌঁছে গেছে প্রায় ৯শতে। চলতি মাসের ২৩ দিনেই মৃত্যু হয়েছে ৩শ জনের। এদিকে হাসপাতালে দৈনিক ভর্তি হওয়া ডেঙ্গুরোগীর সংখ্যাও বেড়ে চলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরে ৮১৪ জন আর ঢাকার বাইরে ২ হাজার ৫১ জন। এ সময় মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃতদের ৬ জন ঢাকার ও ৮ জন ঢাকার বাইরের।
শুক্রবার ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২ হাজার ১৫৩, মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার রোগী ছিল ২ হাজার ৮৮৯ জন, ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার রোগী ছিল ৩ হাজার ১৫ জন, ২১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রোগীর সংখ্যা ৩ হাজার ২৭, মৃতের সংখ্যা ৭। সোমবার রোগী ছিল ৩ হাজার ৮৪ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৫৭২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৭৯৪ জন আর অনান্য বিভাগে ৬ হাজার ৭৭৪ জন।
এ বছর ১ জানুয়ারি থেকে গতকাল ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৭১৭ জন। এর মধ্যে ৭৮ হাজার ১০৩ জন ঢাকার এবং ১ লাখ ৬ হাজার ৬১৪ জন ঢাকার বাইরের। হাসপাতালের ছাড়পত্র পাওয়া ১ লাখ ৭৩ হাজার ২৫২ জনের মধ্যে ৭৩ হাজার ৭১৩ জন ঢাকার এবং ৯৯ হাজার ৫৩৯ জন ঢাকার বাইরের। ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৮৯৩ জন। এর মধ্যে ঢাকার ৫৯৬ জন আর ঢাকার বাইরের ২৯৭ জন। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে ৫১৩ জন নারী আর ৩৮০ জন পুরুষ। চলতি সেপ্টেম্বর মাসের ২৩ দিনে রোগীর সংখ্যা ৬০ হাজার ৯০৯ জন। ৩০০ জনের মৃত্যু হয়েছে।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।