গণতন্ত্র মঞ্চের হুঁশিয়ারি : সমাবেশে বাধা দিলে পরিণতি ভালো হবে না

আগের সংবাদ

পাহাড় কাটার হিড়িক, দুই ফসলি জমির টপ সয়েল যাচ্ছে ভাটায়

পরের সংবাদ

সিংড়ায় চারশ তাল গাছের চারা রোপণ

প্রকাশিত: জুন ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিংড়ায় ৪০০ তাল গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার পিপুলশন সড়কে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ।
কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, আবু রায়হান, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ, মুক্তি রানি দাস, শামীমা আকতার, শাকিলা আকতার, জাহিদ হাসান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন বলেন, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত প্রতিরোধে এই তাল গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়