তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্য

আগের সংবাদ

সিগন্যালের ভুলেই দুর্ঘটনা : শোকে কাতর পুরো ভারত > তিন ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৮৮, আহত সহস্রাধিক

পরের সংবাদ

রাশিয়ার সঙ্গে চুক্তি : আসছে এক লাখ ৮০ হাজার টন সার

প্রকাশিত: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাশিয়া থেকে ১ লাখ ৮০ হাজার টন এমওপি সার আসছে। আগামী ২০২৩-২৪ অর্থবছরে এই সার আনার বিষয়ে চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার স্টেট করপোরেশন পোডিনটর্গ এর মধ্যে সার ক্রয় সংক্রান্ত চুক্তি সই হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তিতে বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও পোডিনটর্গের মহাপরিচালক আন্দ্রেই সের্গেইভিচ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএডিসির সদস্য পরিচালক আব্দুস সামাদ ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।
জানা গেছে, অনেক দিন ধরেই রাশিয়া থেকে সার কেনার জন্য আলোচনা চলছিল। এ ব্যাপারে সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর বিএডিসির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মস্কোতে যায়। গত বৃহস্পতিবার সেখানেই সার কেনার ব্যাপারে উভয়পক্ষের মধ্যে চুক্তি হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়