তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্য

আগের সংবাদ

সিগন্যালের ভুলেই দুর্ঘটনা : শোকে কাতর পুরো ভারত > তিন ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৮৮, আহত সহস্রাধিক

পরের সংবাদ

মঞ্চে নতুন নাটক ‘আমি বীরাঙ্গনা বলছি’

প্রকাশিত: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের নিয়ে সাহিত্যিক নীলিমা ইব্রাহিমের লেখা বই অবলম্বনে মঞ্চে আসছে নাটক ‘আমি বীরাঙ্গনা বলছি’। নাটকটি নির্দেশনার পাশাপাশি মঞ্চ ও আলোক পরিকল্পনা এবং সংগীত নির্বাচনও করেছেন সৈয়দ জামিল আহমেদ। আগামী ১৬ জুন ঢাকায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। একই মঞ্চে টানা ১৫ দিন এ নাটকের ২১টি প্রদর্শনী করবে নাট্যদল ‘স্পর্ধা’। ১৬ জুন উদ্বোধনী দিনে বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দুটি প্রদর্শনী রয়েছে। ১৭ জুন বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়, ১৮-২২ জুন সন্ধ্যা ৭টায়, ২৩ ও ২৪ জুন বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৫-২৭ জুন সন্ধ্যা ৭টায় নিয়মিত প্রদর্শনী হবে। এছাড়া ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৯ জুন বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ৩০ জুন বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় ঈদের বিশেষ প্রদর্শনী থাকছে। এই নাটকে মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনার কাহিনী বর্ণিত হয়েছে। মাঝে দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে ‘রিজওয়ান’ নাটক দিয়ে মঞ্চে ফেরেন জামিল আহমেদ। নাটবাঙলার প্রযোজনায় টানা ১০ দিন ‘রিজওয়ান’ মঞ্চায়ন করে ঢাকার নাট্যাঙ্গনে সাড়া ফেলেন। এরপর ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর নাট্যদল ‘স্পর্ধা’ গঠিত হলে এ দলটি মঞ্চে আনে শহিদুল জহিরের উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ব্রিটিশ নাট্যকার সারাহ কেইনের লেখা থেকে ‘৪.৪৮ মন্ত্রাস’ এবং ব্রিটিশ নাট্যকার ডানকান ম্যাকমিলানের ‘এভরি ব্রিলিয়ান্ট থিং’ এর অনুবাদ ‘বিস্ময়কর সবকিছু’। জামিল আহমেদের নির্দেশনায় এ নাটকগুলো ঢাকার মঞ্চে প্রশংসিত হয়। তিনি এর আগে ‘চাকা’, ‘বিষাদ সিন্ধু’, ‘বেহুলার ভাসান’, ‘সঙভঙচঙ’ ও ‘কমলা রানী সাগর দিঘি’ নাটকের নির্দেশনা দিয়ে খ্যাতি পেয়েছেন।

:: মাহফুজ রহমান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়