তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্য

আগের সংবাদ

সিগন্যালের ভুলেই দুর্ঘটনা : শোকে কাতর পুরো ভারত > তিন ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৮৮, আহত সহস্রাধিক

পরের সংবাদ

বিস্ফোরক কঙ্গনা

প্রকাশিত: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বলিউডের নানা সমস্যা থেকে রাজনীতির প্লট। কঙ্গনা রানাওয়াত পুরুষ অভিনেতাদের সঙ্গে তার বেতনের তুলনা করেন। বলেন, অনেক তারকাই বিনামূল্যে কাজ করেন। কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় তার মতামত জোরালোভাবে প্রকাশ করার জন্য বরাবরই পরিচিত। সম্প্রতি বলিউডের বেতন বৈষম্য নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী বলেছেন, বলিউডের বেশিরভাগ ‘এ’ লিস্টেড মহিলা তারকাদের দাবি তারা প্রায় বিনামূল্যেই কাজ করেন এবং তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ইন্ডাস্ট্রিতে পুরুষ অভিনেতাদের মতো পারিশ্রমিক পান। কঙ্গনা রানাওয়াত তার ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও শেয়ার করেছেন। বলিউডের বেতন বৈষম্য নিয়েও কথা বলেছেন সেখানে। ভিডিওটির প্রতিক্রিয়ায় কঙ্গনা লিখেছেন, ‘এটা সত্যি মহিলারা আমার আগে কেবল এই পুরুষতান্ত্রিক নিয়মের কাছে নতি স্বীকার করেছিল। আমিই প্রথম ব্যক্তি, যে বেতন সমতার জন্য লড়াই করেছি এবং এটি করার সময় আমি সবচেয়ে ঘৃণ্য যে বিষয়টির মুখোমুখি হয়েছিলাম, তা হলো আমার সমসাময়িকদের প্রস্তাব দেয়া হয়েছিল। আমার সঙ্গে যে ভূমিকার জন্য কথা বলা হয়েছিল, সেই একই ভূমিকায় অন্যদের বিনামূল্যে কাজ করারও প্রস্তাব দেয়া হয়। কঙ্গনা আরো বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বেশিরভাগ ‘এ’ লিস্টেড মহিলা তারকা অন্যান্য সুবিধার সঙ্গে বিনামূল্যে ছবি করেন। কারণ, তারা ভয় পান, যদি চরিত্রটি অন্য কারো হাতে বিশেষ করে সঠিক ব্যক্তির কাছে চলে যায় এবং তারপর বুদ্ধি করে নানা রিপোর্ট প্রকাশ করে এবং বলেন, তারা সর্বোচ্চ পারিশ্রমিক পান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই জানে, শুধু আমি পুরুষ অভিনেতাদের মতো পারিশ্রমিক পাই এবং অন্য কেউ নন এবং অন্তত এখন তাদের দোষ দেয়ার মতো অন্য কেউ নেই।’ ভিডিওতে, প্রিয়াঙ্কা চোপড়াকে বলতে শোনা গেছে, কীভাবে তিনি তার পুরুষ সহঅভিনেতারা যা পেতেন, তার মাত্র ১০ শতাংশ পেয়েছেন এবং বলেছেন, ‘আমি ভেবেছিলাম যে আমি কালো চামড়ার। আমি ভেবেছিলাম যে আমি খুব সুন্দর নই। আমি ভেবেছিলাম যে আমার সহঅভিনেতাদের তুলনায় আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে যারা ফর্সা। তাই আমি মনে করি, আমি বড় হয়েছি, আমি আমার কর্মজীবনে এমন কিছু দেখেছি, যা আমি সঠিক বা ভুল তাও জানতাম না এবং আমাকে শিক্ষিত হতে হবে এবং অনেককিছু শিখতে হবে।’ অভিনেত্রী আরো বলেন, ‘বলিউডে আমি কখনোই পারিশ্রমিকের সমতা দেখতে পাইনি। আমি এমন কিছু সিনেমা করেছি, যা অনেকের থেকেই বেশি পাওয়ার কথা। কিন্তু আমি আমার পুরুষ সহ-অভিনেতাদের সমান পারিশ্রমিক পাইনি। আমি আমার পুরুষ সহ-অভিনেতার প্রায় ১০ শতাংশ পারিশ্রমিক পেতাম। এটা এত বড় একটি বিষয় এবং অনেক মেয়ে এখনও এটির সম্মুখীন হয় প্রতি মুহূর্তে।’

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়