তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্য

আগের সংবাদ

সিগন্যালের ভুলেই দুর্ঘটনা : শোকে কাতর পুরো ভারত > তিন ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৮৮, আহত সহস্রাধিক

পরের সংবাদ

বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব

প্রকাশিত: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব

এবার হলিউডে পাড়ি দিতে চলেছেন রণবীর সিং। জানা যাচ্ছে, হলিউডের ট্যালেন্ট এজেন্সি উইলিয়াম মরিস এন্ডেভারের (ডগঊ) সঙ্গে বিশ্বব্যাপী প্রতিনিধিত্বের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন রণবীর। ইতোমধ্যেই বেশকিছু আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন তিনি। প্রসঙ্গত, ট্যালেন্ট এজেন্সি উইলিয়াম মরিস এন্ডেভারের (ডগঊ) সঙ্গে চুক্তি রয়েছে বহু নামি হলি তারকার। এই তালিকায় রয়েছেন বেন অ্যাফ্লেক, হিউ জ্যাকম্যান, মিশেল উইলিয়ামস, ক্রিশ্চিয়ান বেল, ম্যাট ডেমন এবং জেনিফার গার্নারের মতো হলিউড তারকারা। তারা ডগঊ-এর মাধ্যমের বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করেন। ডগঊ ছাড়াও ভারতের কালেক্টিভ আর্টিস্ট নেটওয়ার্কের হয়েও প্রতিনিধিত্বও করবেন রণবীর। ঝুঁকি ও আর্থিক উপদেষ্টা সংস্থা ক্রলের প্রতিবেদন অনুসারে রণবীরের ব্র্যান্ড মূল্য এখন ১৮১.৭ মিলিয়ন মার্কিন ডলার। ক্রলের প্রতিবেদন অনুসারে রণবীর ২০২২ সালের ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটিদের মধ্যে একজন। এদিকে আবার ২০২২ সালে মুক্তি পাওয়া ‘জয়েশভাই জোর্দার’ এবং ‘সার্কাস’-এর মতো রণবীর সিংয়ের হিন্দি ছবিগুলো বক্স অফিসে বিশেষ ভালো পারফর্ম করেনি। এদিকে আবার খুব শিগগিরই বলিউডের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে রণবীরকে। রণবীর ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশনের (এনবিএ) সঙ্গে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশীদারত্ব যোগ দিচ্ছেন। আবার এই বছর সল্ট লেক সিটি, উটাহতে তিনি এনবিএ অল-স্টার সেলিব্রিটি গেমেও খেলেছেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক সংস্থা ঞরভভধহু ্ ঈড়-এর ফ্ল্যাগশিপ স্টোরের পুনরায় লঞ্চের জন্য নিউইয়র্কে ছিলেন। প্রসঙ্গত, রণবীরের স্ত্রী দীপিকা পাড়–কোন ২০২১ সালে হলিউডের ট্যালেন্ট এজেন্সি ওঈগ-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। যাদের হয়ে প্রতিনিধিত্ব করে অলিভিয়া কোলম্যান এবং রেজিনা কিংয়ের মতো অভিনেতারা।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়