তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্য

আগের সংবাদ

সিগন্যালের ভুলেই দুর্ঘটনা : শোকে কাতর পুরো ভারত > তিন ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৮৮, আহত সহস্রাধিক

পরের সংবাদ

পটিয়ায় টপসয়েল কাটার দায়ে দুই জনের কারাদণ্ড

প্রকাশিত: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে দুইজনকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পটিয়ার খরনা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম তাদের এক মাস করে কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- চন্দনাইশ উপজেলার আবদুল মালেকের ছেলে আবদুর রহিম (২৭) ও একই উপজেলার রিয়াজ উদ্দিনের ছেলে মো. ইমন উদ্দিন (২১)।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, প্রায় সময় চন্দনাইশ সীমান্তের পটিয়ার খরনা থেকে ফসলি জমির উর্বর মাটি কেটে আসছিল একটি চক্র। গত বৃহস্পতিবার রাতেও খরনা ইউনিয়নের শামসু মেম্বারের বাড়ি এলাকা থেকে ফসলি জমির মাটি কাটা শুরু করলে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে দুইজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে কারাদণ্ড দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়