তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্য

আগের সংবাদ

সিগন্যালের ভুলেই দুর্ঘটনা : শোকে কাতর পুরো ভারত > তিন ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৮৮, আহত সহস্রাধিক

পরের সংবাদ

নড়াইলে শ্রী শ্রী রাধার প্রথম বার্ষিকী পালন

প্রকাশিত: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গামন্দির বাধাঁঘাট প্রাঙ্গণে ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ ও জলেশ্বর মহাদেব’ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মন্দির চত্বরে গতকাল শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালি শ্রী শ্রী সার্বজনীন বাধাঁঘাট কেন্দ্রীয় দূর্গামন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পূজা আর্চনা শেষে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, পৌর কাউন্সিলর শরফল আলম লিটু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডু, শ্রী শ্রী সার্বজনীন বাধাঁঘাট কেন্দ্রী দূর্গামন্দির কমিটির সভাপতি শিশির কুমার বৈরাগী, কার্যকরী সভাপতি অসীম কাপুড়িয়া, সাধারণ সম্পাদক নিলাংশু শেখর সরকার নিপু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি নিখিল সরকার, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ হিন্দুধর্মালম্বী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়