তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্য

আগের সংবাদ

সিগন্যালের ভুলেই দুর্ঘটনা : শোকে কাতর পুরো ভারত > তিন ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৮৮, আহত সহস্রাধিক

পরের সংবাদ

ছবি দেখে পরিচালককে মাইর!

প্রকাশিত: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভৌতিক ছবি দেখে দর্শক দারুণ ভয় পেলে পরিচালক তার সৃষ্টি সার্থক মনে করেন। ‘ভূত’ নিয়েও তেমন সাড়া পেয়ে নিশ্চিন্ত হয়েছিলেন পরিচালক রামগোপাল বর্মা। তবে চমক বাকি ছিল। ছবিটি দেখার পর অভিনেতা অমিতাভ বচ্চন নাকি মারতে যাচ্ছিলেন রামগোপালকে! ২০০৩ সালের মে মাসে মুক্তি পেয়েছিল ‘ভূত’। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন এবং উর্মিলা মাতন্ডকর। দুই দশক কেটে গেলেও এই ছবি নিয়ে সেই অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি রামগোপাল। পরিচালক জানান, ছবি মুক্তির পর খুবই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলেন ইন্ডাস্ট্রির লোকজনের কাছে। দর্শকও পর্যাপ্ত বিনোদন পেয়েছিলেন বলেই বোঝা যায়। রামগোপালের মা নিজেই নাকি ছবিটি দেখার পর আতঙ্কে ঘরের জানালা খুলতেন আর বন্ধ করতেন! তবে অবাক করেছিলেন অমিতাভ। তিনি রামগোপালকে বলেছিলেন, ‘আমি তোমাকে মারব ভেবেছিলাম। নিজেকেই ঘৃণা হচ্ছিল, কেন যে দেখতে এলাম ছবিটা!’ এত খারাপ হয়েছিল ‘ভূত’? অমিতাভ পরমুহূর্তেই বলেন, “একটা ভূতের ছবির কাজই তো এই অস্বস্তিটা তৈরি করা। সেটা সার্থকভাবে করেছে তোমার ‘ভূত’!” অমিতাভের কথায় শুরুতে চমকে গেলেও প্রশংসা হিসেবেই নিয়েছিলেন পরিচালক। অমিতাভ আরও বলেন, ‘ভয় হোক বা অন্য কোনো আবেগ, একটা ভালো সিনেমা দেখে সেটার পূর্ণমাত্রায় বহিঃপ্রকাশ ঘটবে, সেটাই তৃপ্তির বিষয়।’ ‘ভূত’-এ অভিষেক বচ্চনের কাজ করার কথা হয়েছিল প্রথমে। রামগোপালের সহ-লেখক সমীর শর্মা জানিয়েছিলেন সে কথা। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে অভিষেকের কাজ করার কথা থাকলেও সেটা হয়নি। তখন আমি আর রাম অজয় দেবগনের কাছে যাই। চিত্রনাট্য ছিল না। তিন মিনিটের আলোচনায় অজয় রাজি হয়ে যায় ছবিটা করতে।’ চরিত্রটি ছিল অন্যরকম। অজয় করতে রাজি হবেন কি না তা নিয়ে সংশয়ে ছিলেন রামগোপাল। তিনি বলেন, ‘আমি অনিশ্চিত ছিলাম ও কী বলে সেটা নিয়ে, কারণ ওর ইমেজটা ছিল অ্যাকশন হিরোর। ও তো নায়ক, ওকে খলনায়করা ভয় পায়। সেখানে এই ছবিতে ও-ই ভয় পাবে, এমনটা দেখাতে হত। ওকে বলেওছিলাম সে কথা। সেই ভয়ের ব্যাপারটা ও কতটা ফুটিয়ে তুলতে পারবে, চিন্তা ছিল আমার।’ উত্তরে অজয় বলেছিলেন, ‘এত ভয় পাব যে ভাবতেই পারবেন না! আমার চেহারায় সেটা ফুটে উঠবে।’ ‘ভূত’ ছবিতে অভিনয় করেছিলেন নানা পটেকর, তনুজা, রেখা প্রমুখ।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়