ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

আগের সংবাদ

বাজেট বাস্তবায়ন করা সম্ভব : বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

পরের সংবাদ

বাজেট বাস্তবায়নে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হবে

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২৩ , ১:০৩ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : চাহিদা মোতাবেক কৃষি ও খাদ্যতে বরাদ্দ দিয়ে বাজেট পেশ হয়েছে মন্তব্য করে এবারের বাজেটকে সাধুবাদ জানিয়েছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু। গতকাল বৃহস্পতিবার বিকালে বাজেটপরবর্তী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ভোরের কাগজকে তিনি বলেন, রাজশাহী কৃষিভিত্তিক অঞ্চল। আমরা চেয়েছিলাম, কৃষিতে গুরুত্ব দিয়ে বাজেট বরাদ্দ হবে, তেমনটাই হয়েছে। গত অর্থবছরের তুলনায় এবার প্রায় ১৬৭৬ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে কৃষি ও খাদ্যতে। আমাদের বাজেট প্রস্তাবনার সঙ্গে এটা ম্যাচ করেছে। সেজন্য আমরা এ বাজেট প্রক্রিয়াকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই। বাজেটের যথাযথ ব্যবহার হলে রাজশাহী অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হবে বলেও মন্তব্য করেন তিনি।
মাসুদুর রহমান রিংকু বলেন, আমাদের এখানে (উত্তরাঞ্চল) নদীর ওপারের বিভাগের তুলনায় বিনিয়োগ অনেক কম। এ বাজেটকে যথাযথভাবে কাজে লাগিয়ে যদি আম টেস্টের জন্য ঢাকায় না পাঠিয়ে এখানে টেস্ট করা হয়, মাছের জন্য হাউসিং করা হয়, টমেটোর জন্য উন্নত বিনিয়োগ আসে, ভারি শিল্প হয়; তখন ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন দেখা দেবে বলে আশা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়