ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় ৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

আগের সংবাদ

বাজেট বাস্তবায়ন করা সম্ভব : বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

পরের সংবাদ

ছায়া ও অগ্নি

প্রকাশিত: জুন ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২৩ , ১:২২ পূর্বাহ্ণ

ওদের চেতনার উঠোনে-
একদিন লাল মেঘেরা এসে,
বৌছি খেলেছে তুমুল আর
রোপিত হয়েছে বীজ।
তারপর মহাব্রিত্তের মাঠে-
‘আমি আছি, আমি আসছি’ বলে,
হেঁটেছে পথ হাজারো পঞ্চভূজ ফুল।
এপাশে সূর্যের স্নেহে-
বীজ, বৃক্ষ হয়েছে,
ভীষণ ছায়া আর অগ্নি ওখানে।
অথচ ওদের কেউ কেউ-
অন্ধ ও বধির রয়ে গেলো,
সাপ হয়ে ধ্বংস ফেলে দিল-
বৃক্ষের হৃদপিণ্ড আর মেরুদণ্ডে।
ওরা বঞ্চিত হলো- ছায়া আর অগ্নি থেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়