মেজাজ হারালেন টম হ্যাঙ্কস

আগের সংবাদ

টাইগারদের অনুশীলন শুরু আজ : হাথুরুসিংহে আসছেন ৩ জুন

পরের সংবাদ

বজ্রাঘাতে ৩ জেলায় প্রাণ গেল চারজনের

প্রকাশিত: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : বজ্রপাতে দেশের তিন জেলায় প্রাণ গেছে চারজনের। গতকাল শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই বন্ধু, সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কৃষক এবং বাগেরহাটের মোংলায় এক শ্রমিক নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : বাগেরহাটের মোংলায় ড্রেজার মেশিনে বালু উত্তোলনের সময় বজ্রপাতে এনামুল শেখ (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন মিলন শেখ (২২)। দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বালুর মাঠ মেঘনা সিমেন্ট ফ্যাক্টারির বিপরীতে গ্রামে বালু ভরাটের কাজ করার সময়ে তারা বজ্রপাতে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা এনামুল শেখকে উদ্ধার করে দিগরাজ বাজারের বেসরকারি চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শঙ্কর বিশ্বাস। নিহত এনামুল সেখ রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. ফজিলত শেখের ছেলে এবং আহত মিলন শেখ মোংলা উপজেলার গোয়ালের মাঠ এলাকার মো. রেজাউল শেখের ছেলে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর মাদ্রাসা রোডের দেলোয়ারের লাকড়ির দোকানে এ ঘটনা ঘটে। তারা হলেন- লৌহজং উপজেলার কনকসার বাজার বটতলা এলাকার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন (৪৫) ও শাহজাহানের ছেলে কাউসার (৫০)। তারা পেশায় অটোরিকশা চালক এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। প্রত্যক্ষদর্শী ইব্রাহিম খলিলুল্লাহ (২৩) ও আসলাম ভূঁইয়া (৪৫) বলেন, জোহরের নামাজ শেষে দেখি একজন নারীসহ ৩ জন দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে? এবং দুই বন্ধু দোকানের মাঝে শুয়ে পড়েন। পরে এসে দেখি দুইজনই মারা গেছে। এ বিষয়ে সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক মাহাবুর রহমান বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুলতান প্রামাণিক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুলতান ওই এলাকার মৃত ফয়জাল প্রামাণিকের ছেলে। কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু জানান, সকালে আঙ্গারু এলাকায় এক কৃষকের মাঠে ধান কাটতে যান সুলতানসহ কয়েকজন শ্রমিক। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে বাকি শ্রমিকরা সুস্থ রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়