মেজাজ হারালেন টম হ্যাঙ্কস

আগের সংবাদ

টাইগারদের অনুশীলন শুরু আজ : হাথুরুসিংহে আসছেন ৩ জুন

পরের সংবাদ

জরিমানার মুখে আলিবাবার ইউনিট

প্রকাশিত: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নেটইজ ইনকরপোরেশনকে ৫ কোটি ইউয়ান বা ৭২ লাখ ডলার জরিমানা দিতে আলিবাবা গ্রুপের একটি ইউনিটকে আদেশ দিয়েছেন চীনা আদালত। জনপ্রিয় ‘থ্রি কিংডম ট্যাকটিকস’ মোবাইল গেম গড়ে তুলেছে এ ইউনিটটি। কপিরাইট লঙ্ঘনের অভিযোগে এমন জরিমানার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আলিবাবার ব্যাপক জনপ্রিয় স্ট্র্যাটেজি গেমটি গড়ে তোলা গ্রুপটির নাম ইজয়। মাইক্রোব্লগিং সাইট উইবোতে গ্রুপটি জানায়, গুয়ানঝো আদালতের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে প্রতিষ্ঠানটি এবং এ সময়ে গেমটির কার্যক্রম চলমান থাকবে। যদি আদেশ বহাল থাকে তাহলে এ জরিমানা হবে কোনো ভিডিও গেমের বিরুদ্ধে চীনা আদালতের জারি করা সবচেয়ে বেশি পরিমাণ জরিমানা। ইজয়কে মোট ৭৯ বিষয় ডিলিট করতে বলেছেন আদালত। বলা হয়েছে, সেগুলো আরেকটি জনপ্রিয় শুয়াই ত ঝি বিন গেমের কপিরাইট লঙ্ঘন করেছে, যা নেটইজের বানানো আরেকটি জনপ্রিয় স্ট্র্যাটেজি গেম। সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়