মেজাজ হারালেন টম হ্যাঙ্কস

আগের সংবাদ

টাইগারদের অনুশীলন শুরু আজ : হাথুরুসিংহে আসছেন ৩ জুন

পরের সংবাদ

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে বিং সার্চ ইঞ্জিন

প্রকাশিত: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সফটওয়্যার চ্যাটজিপিটি বর্তমানে ২০২১ সাল পর্যন্ত ইন্টারনেটে থাকা তথ্য বা ডেটা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এ সীমাবদ্ধতা দূর করতে চ্যাটজিপিটিতে নিজেদের বিং সার্চ ইঞ্জিন যুক্তের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে চলা ‘মাইক্রোসফট বিল্ড’ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি। ফলে বিং সার্চ ইঞ্জিনের হালনাগাদ তথ্যও জানাতে পারবে চ্যাটজিপিটি। এ বিষয়ে মাইক্রোসফটের ভোক্তা বিপণন বিভাগের প্রধান ইউসুফ মেহদি জানিয়েছেন, চ্যাটজিপিটি এখন স্বয়ংক্রিয়ভাবে ব্রাউজারে অনুসন্ধান করে তথ্য দেখাবে। এমনকি অনলাইনে থাকা বিভিন্ন উদ্ধৃতিও তুলে ধরবে। এ সবকিছুই সরাসরি চ্যাটবটের চ্যাট অপশনে দেখা যাবে। মাইক্রোসফট জানিয়েছে, প্রাথমিকভাবে চ্যাটজিপিটি প্লাসে নিবন্ধিত ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। সূত্র: গ্যাজেটস নাউ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়