ভারত মহাসাগরীয় অঞ্চলে সাব কমিশন গঠনের প্রস্তাব বাংলাদেশের

আগের সংবাদ

চিকিৎসার ফি নির্ধারণ কতদূর? : বেসরকারি হাসপাতালে সেবা নেন ৮৬ শতাংশ মানুষ, স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে

পরের সংবাদ

দুুই শতাধিক কলাগাছ কর্তনের অভিযোগ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছার পল্লীতে এক কৃষকের দুই শতাধিক কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া রাজাপুর মাঠে। এ ঘটনায় ওই গ্রামের মৃত-হোচেন আলী মোড়লের ছেলে কৃষক নুর বিল্লাহ লাভলু বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- কাউরিয়া-রাজাপুর গ্রামের বাসিন্দা মৃত ইবাদ আলীর ছেলে রফিকুল ইসলাম, মৃত গহর আলী খাঁর ছেলে মাজদ্দীন খাঁ ও মহিনাকাঠির মফিজুল ইসলামের ছেলে পিয়ারুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩-৪ জন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নুর বিল্লাহ লাভলু নামের ওই কৃষক ঝিকরগাছা উপজেলার রাজাপুর মৌজায় ৫৫৪ খতিয়ানের ১০৩৭ দাগে কবলা দলিল মূলে ক্রয় করা ৭৪ দশমিক ৫০ শতকসহ পৈতৃক সূত্রে পাওয়া ৯৯ শতক জমি ২৫ বছর ধরে ভোগদখল করে আসছেন। এ জমিতে কলাগাছ, বাঁশবাগানসহ বিভিন্ন প্রকারের গাছপালা রয়েছে। প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে লাভলুর এ সম্পত্তি দখলের পাঁয়তারাসহ জীবননাশের হুমকি দিয়ে আসছিলেন। গত মঙ্গলবার সকালে কৃষক নুর বিল্লাহ লাভলুর দখলে থাকা জমি দখলের উদ্দেশ্যে ২০০ কলাগাছ কেটে দেয় প্রতিপক্ষ। এসময় লাভলুর ভাতিজা আজাদ হোসেন ঘটনাস্থলে আসলে প্রতিপক্ষরা তাকে খুন-জখমসহ জীবননাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
অভিযোগের প্রেক্ষিতে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের তদন্তকারী অফিসার এসআই সুব্রত কুমার কুণ্ড বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু বিবাদীরাও ওই জমি দাবি করে সে কারণে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে বৃহস্পতিবার থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়