ভারত মহাসাগরীয় অঞ্চলে সাব কমিশন গঠনের প্রস্তাব বাংলাদেশের

আগের সংবাদ

চিকিৎসার ফি নির্ধারণ কতদূর? : বেসরকারি হাসপাতালে সেবা নেন ৮৬ শতাংশ মানুষ, স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে

পরের সংবাদ

ঢাবি শিক্ষার্থীকে মারধর : প্রলয় গ্যাংয়ের দুর্জয়ের জামিন মেলেনি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের মামলায় প্রলয় গ্যাংয়ের সদস্য নাইমুর রহমান দুর্জয়ের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আসামি দুর্জয়ের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরআগে গত ২৭ মার্চ নাইমুর রহমান দুর্জয়সহ সাকিব ফেরদৌস নামে আরেকজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিকে মামলার অভিযোগে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে হত্যার উদ্দেশে স্টাম্প, রড, বেল্ট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে আসামিরা।
এতে মাথা ও চোখে গুরুতর জখম হয় এবং ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়।
মারধরের সময় জোবায়েরের বন্ধুরা তাকে রক্ষা করতে গেলে তাদেরও এলোপাতাড়ি পেটায় তারা।
প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখানো হয়। মারধরে জোবায়ের চেতনা হারিয়ে ফেললে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে জোবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে তার বন্ধুরা।
এ ঘটনায় গত ২৬ মার্চ শাহবাগ থানায় ২০ ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ছাত্র জোবায়েরের মা সাদিয়া আফরোজ খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়