সিপিডির সংবাদ সম্মেলন : নবায়নযোগ্য জ¦ালানি নীতি বাস্তবায়নে বড় বাধা দুর্নীতি

আগের সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ : মতিয়া চৌধুরী, সংসদ উপনেতা

পরের সংবাদ

মান্দায় প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত ৫

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মান্দায় প্রতিপক্ষের মারপিটে ৫ জন গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার বড়পই উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে নুরুল ইসলামের স্ত্রী মাসুমা বেগম, ছেলে মাসুদ রানা, ভাতিজা সাগর ও ছোট ভাই আলাউদ্দিন। অভিযুক্তরা হলেন- একই গ্রামের প্রতিবেশী মিজানুর রহমান সাদ্দাম, উজ্জল হোসেন, চঞ্চল হোসেন, মধু, শিল্পী আক্তার, মৌ খাতুন ও নুরজাহান বেগম। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে হাসুয়া, লোহার রড ও লাঠিসোটা নিয়ে আহতদের বসতভিটাতে প্রবেশ করে হামলা চালায়। এসময় আহতরা বাধা সৃষ্টি করলে তাদের বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, আমার জমি বারবার তারা দখলের চেষ্টা করে আসছে। স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টা করা হলেও তারা শালিস বৈঠক না মেনে মনগড়াভাবে শক্তি প্রয়োগ করে জমি দখলের চেষ্টা করেন। এ ব্যাপারে মান্দা থানার ওসি নুর-এ আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়