সিপিডির সংবাদ সম্মেলন : নবায়নযোগ্য জ¦ালানি নীতি বাস্তবায়নে বড় বাধা দুর্নীতি

আগের সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ : মতিয়া চৌধুরী, সংসদ উপনেতা

পরের সংবাদ

দুপচাঁচিয়া : পদ্মপুুকুর বধ্যভূমির উদ্বোধন

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার আলোহালী এলাকায় পুনর্নির্মাণ ও আধুনিকীকরণ করা পদ্মপুকুর বধ্যভূমি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বধ্যভূমি চত্বরে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক এতে বক্তব্য রাখেন। পরিচালনা করেন ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি আজিজুল হক।
১৯৭১ সালে তালোড়ায় অবস্থিত পাক সেনাদের ক্যাম্প থেকে রাতে বাঙালিদের এ স্থানে আনা হয় এবং পুকুরের দক্ষিণ পাড়ে গুলি করে হত্যা করে বুকের উপর আংশিক মাটি চাপা দেয়া হয়।
সেই শহীদেরা হলেন- উপজেলার গুনাহার ইউনিয়নের কেউৎ গ্রামের মৃত শরবদী মণ্ডলের ছেলে মো. রবিয়া মন্ডল ও রবিয়া মণ্ডলের ছেলে সালাম মণ্ডল এবং মরিয়া মণ্ডলের ছেলে মকবুল হোসেন। অপরজন একই ইউনিয়নের কুড়াহার গ্রামের মৃত তছির উদ্দিন মালের ছেলে তছলিম উদ্দীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়