প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা : রাখী দাশ পুরকায়স্থ ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক

আগের সংবাদ

বধ্যভূমি দেখার দায়িত্ব কার : সারাদেশে ৫ হাজারের বেশি বধ্যভূমি, ২২ বছরে ২০টি বধ্যভূমি সংরক্ষণ হয়েছে

পরের সংবাদ

শ্রীপুর : মোবাইল ফেরত না দেয়ায় কিশোরের আত্মহত্যা

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : মোবাইল ফেরত না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাকিব মিয়া রকি (১২) নামে এক কিশোর। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরের আবদার গ্রামের মাসুমের বাড়িতে এ ঘটনা ঘটে।
রাকিব নেত্রকোনার বারহাট্টার চন্দ্রপুর গ্রামের মালু মিয়ার ছেলে। সে শ্রীপুরের ওই বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থেকে জৈনাবাজারে মাসুম মিয়ার হার্ডওয়্যারের দোকানে কাজ করতো। রাকিবের বাবা মালু মিয়া জানান, সপ্তাহখানেক আগে ছেলের মোবাইল নিয়ে গ্রামের বাড়িতে যান তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীপুরে ফিরলে মোবাইল ফেরত চায় রাকিব। এ সময় মোবাইল তার মায়ের কাছে আছে বলে জানানো হয়। এরপর বাড়ির কাছেই দোকানে চা খেতে যান মালু মিয়া। বাবার এ কথায় অভিমানে ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রাকিব।
শ্রীপুর থানার ওসি জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়