দুদক চেয়ারম্যান : দুর্নীতি নির্মূলে প্রভাবমুক্ত থেকে কাজ করবে দুদক

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা ভেঙে পড়েছে : আইন ও বিধিমালার পরও সড়ক আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নেই

পরের সংবাদ

রাজাপুরে আগুনে পুড়ল ৬ দোকান

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ছয়টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। গত মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার নৈকাঠি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে ৩টার দিকে কবিরের দোকানে আগুন দেখে বাজারের পাহারাদাররা স্থানীয়দেরসহ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ছয়টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলো- শরিফুল ইসলাম মিঠুর ওয়ার্কশপ, প্রবীর হালদারের মুদি দোকান, কবির খানের চা-পান-সিগারেটের দোকান, নুরুজ্জান ও মোস্তফা মুন্সী হোটেল, বাদল হাওলাদার কনফেকশনারি।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নিলেও ছয়টি দোকানঘর পুড়ে যায়। এতে তাদের অনুমানিক ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়