দুদক চেয়ারম্যান : দুর্নীতি নির্মূলে প্রভাবমুক্ত থেকে কাজ করবে দুদক

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা ভেঙে পড়েছে : আইন ও বিধিমালার পরও সড়ক আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নেই

পরের সংবাদ

মামলা খেল প্রথম রোবট আইনজীবী

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ক’দিন আগেই ‘রোবট আইনজীবী’ তৈরি করে বিশ্বে চমক সৃষ্টি করেছিল ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ‘ডুনটপে’। উদ্দেশ্য ছিল মানুষকে সহজে আইনি সহায়তা দেয়া। কিন্তু এরমধ্যে মামলার খড়গে পড়তে হলো এই রোবট আইনজীবীকে। শিকাগোভিত্তিক আইনি প্রতিষ্ঠান এডেলসন আদালতে এই মামলা করেছে। তাদের দাবি, এই রোবট আইনজীবীর কোনো আইন বিষয়ক ডিগ্রি নেই। আইন বিষয়ক ডিগ্রি ছাড়া আইনি পরামর্শ প্রদানের যোগ্যতা কারো থাকার কথা নয়। এমনকি এই রোবটটি কোনো আইনজীবীর অধীনেও পরিচালিত হচ্ছে না। টাইমস নাউ নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর একটি আদালতে গত ৩ মার্চ ওই মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ডুনটপে একটি রোবট। সে কোনো আইনজীবী নয়। এমনকি আইনি প্রতিষ্ঠানও নয়। ডুনটপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খুবই নি¤œমানের আইনি পরামর্শ দিচ্ছে। এমনকি আইনি পরামর্শক হিসেবে কাজ করার নিবন্ধনও তার নেই। এডেলসন আরো বলেছে, আইনজীবী না হয়েও জনসাধারণকে আইনি পরিষেবা প্রদান করা বেপরোয়া এবং বিপজ্জনক। গ্রাহকরা এর জন্য গুরুতর ক্ষতির সম্মুখীন হতে পারেন। মূলত মামলার বিষয়ে আইনি প্রতিষ্ঠান এডেলসের দ্বারস্থ হোন ক্যালিফোর্নিয়ায় বসবাসরত জোনাথ ফারিডিয়ান। তিনি বলেন, ডুনটপে ব্যবহার করে তিনি একটি ডিমান্ড লেটার ও কোর্টে কিছু ছোট অভিযোগ দায়ের করার জন্য এলএলসি এগ্রিমেন্ট প্রস্তুত করেছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়