দুদক চেয়ারম্যান : দুর্নীতি নির্মূলে প্রভাবমুক্ত থেকে কাজ করবে দুদক

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা ভেঙে পড়েছে : আইন ও বিধিমালার পরও সড়ক আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নেই

পরের সংবাদ

পাঁচবিবি : সবজি ক্রেতাদের সঙ্গে কৃষকদের সভা

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় সবজির বড় ক্রেতাদের সঙ্গে কৃষকদের বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার শাখা অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জাকস ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূচি) মো. রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক (প্রোগ্রাম) মো. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক (এমএফ) মো. রুহুল আমিন, সহকারী সমন্বয়কারী মো. সিদ্দিকুল বাসার প্রমুখ। সভায় নিরাপদ সবজি উৎপাদন, সবজির বাজারজাতকরণ, কৃষকের উৎপাদিত নিরাপদ সবজি স্থানীয় বাজার থেকে ক্রেতারা যাতে ন্যায্যমূল্যে ক্রয় করতে পারে ও কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়।
সভায় কৃষক, আড়তদার, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ প্রায় শতাধিক বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়