দুদক চেয়ারম্যান : দুর্নীতি নির্মূলে প্রভাবমুক্ত থেকে কাজ করবে দুদক

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা ভেঙে পড়েছে : আইন ও বিধিমালার পরও সড়ক আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নেই

পরের সংবাদ

নীলফামারী : পিছিয়ে পড়াদের জন্য কাজ করে ওয়ার্ল্ড ভিশন

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নীলফামারী প্রতিনিধি : গত ১৩ বছর ধরে নীলফামারী জেলার কিশোরগঞ্জ এবং নীলফামারী সদর উপজেলায় কাজ করছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। এসব এলাকার পিছিয়ে পড়া দরিদ্র সম্প্রদায়কে আত্মনির্ভরশীলসহ শিক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্য পুষ্টি, জীবিকা ও খাদ্য
সুরক্ষাসহ স্বনির্ভর করতে কাজ করছে এনজিওটি। গতকাল বুধবার ওয়ার্ল্ড ভিশন, নীলফামারী অফিসের সম্মেলন কক্ষে। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এনজিওটির সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশন স্ট্যাটিজ এন্ড ইনোভেশন) বিপাশা দত্ত।
এ সময় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল অফিসের কমিউনিকেশন ম্যানেজার দেবাশীষ বিশ্বাস, নীলফামারী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন সাফল্যের বিষয়ে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশনের নীলফামারী অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়