মানবতাবিরোধী অপরাধ : দণ্ড থেকে খালাস চেয়ে চারজনের আপিল

আগের সংবাদ

ঝিকরগাছা : বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন উপসচিব

পরের সংবাদ

মঠবাড়িয়ায় ১৫০ শিক্ষককে সম্মাননা

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : শিক্ষা উৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিখালী ইউনিয়নের ১৫০ জন শিক্ষককে সম্মাননা দেয়া হয়েছে। শিক্ষা উৎসব-২০২৩ উপলক্ষে বে-সরকারি উন্নয়ন সংস্থা “এভারগ্রীণ কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। সম্মননা অনুষ্ঠানে এক আবেগঘর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. গিয়াস উদ্দিন।
গতকাল স্থানীয় লক্ষণা সরকারি বিদ্যালয় মাঠে শিক্ষা উৎসব এর শুভ উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আনসার উদ্দিন। অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- ইসিডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন (এফসিএ), ইউপি চেয়ারম্যান মো. রিয়াজুল আলম ঝনো, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়