মানবতাবিরোধী অপরাধ : দণ্ড থেকে খালাস চেয়ে চারজনের আপিল

আগের সংবাদ

ঝিকরগাছা : বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন উপসচিব

পরের সংবাদ

বাউবিতে জলবায়ু পরিবর্তনের ওপর সেমিনার

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল আয়োজিত জলবায়ু পরিবর্তনের উপর গতকাল মঙ্গলবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে যুক্তরাষ্ট্রের লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ক্যারোল এ. উইলসন রং ঃযব এধহমবং ইৎধযসধঢ়ঁঃৎধ উবষঃধ ফৎড়হিরহম? ঊষবাধঃরড়হ ধহফ ংবফরসবহঃ ফুহধসরপং রহ ঃযব হধঃঁৎধষ ধহফ যঁসধহ ধষঃবৎবফ ঃরফধষ ফবষঃধঢ়ষধরহ শিরোনামের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে ‘নদী প্রবাহের কারণে উপকূলে প্রাকৃতিকভাবে জমাকৃত পলিমাটি এবং বাঁধের ভিতরে জমাকৃত পলিমাটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে বলে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি
সেমিনারে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আক্তার। এছাড়া সেমিনারে বাউবির প্রোউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহবুবা নাসরিন ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলমসহ ডিন, বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বাউবির দুই শতাধিক শিক্ষক এবং কর্মকর্তারা সেমিনারে অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়