মানবতাবিরোধী অপরাধ : দণ্ড থেকে খালাস চেয়ে চারজনের আপিল

আগের সংবাদ

ঝিকরগাছা : বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন উপসচিব

পরের সংবাদ

পর্তুগাল : দেয়ালচাপায় দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : পর্তুগালে নির্মাণাধীন দেয়াল চাপা পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দুজনই ছিলেন পেশায় শ্রমিক। গত সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে ইউরোপের এই দেশটির বেজা শহরের হারদাদে ডস গ্রোস এলাকায় এই ঘটনা ঘটে। গত সোমবার পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পর্তুগাল রেসিডেন্ট এবং পর্তুগাল পোস্টস ইংলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, বেজা শহরে নির্মাণাধীন দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় তদন্ত চলছে। এছাড়া শ্রমিকদের কাজের অবস্থা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এসিটিও তদন্তে যুক্ত রয়েছে। পর্তুগাল রেসিডেন্ট জানিয়েছে, নিহত ওই দুই বাংলাদেশির বয়স ৪৭ এবং ৩২ বছর। তারা সেখানকার একটি কোম্পানিতে কাজ করতেন এবং ‘দেয়ালটি ধসে পড়ার সময় সিভিল কনস্ট্রাকশনের উন্নয়নমূলক কাজ করছিলেন’। পৃথক প্রতিবেদনে পর্তুগাল পোস্টস ইংলিশ বলছে, ভুক্তভোগী ওই দুই বাংলাদেশির মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে বাইক্সো আলেন্তেজোর উপআঞ্চলিক জরুরি এবং নাগরিক সুরক্ষা কমান্ডের একটি সূত্র জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, নির্মাণাধীন ওই প্রাচীর এই দুই ব্যক্তির ওপরে পড়ে। দেয়াল ধসে পড়ার সময় তারা নির্মাণের কাজ করছিলেন। এতে দুই ব্যক্তির মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়