মানবতাবিরোধী অপরাধ : দণ্ড থেকে খালাস চেয়ে চারজনের আপিল

আগের সংবাদ

ঝিকরগাছা : বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন উপসচিব

পরের সংবাদ

ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে র‌্যালি

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে গত সোমবার সকালে পদ্মপুকুর পশ্চিমপাড়ায় র‌্যালি পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নারী সমাজের সভাপতি মারুফা আক্তার শিল্পী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উলাসী সৃজনী সংর্ঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, যুব উন্নয়ন অফিসার আরব আলী।
বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা শাখার সভাপতি সাজ্জাত নুরুল হক বিন্তু, উলাসী সৃজনী সংর্ঘের রিজিওনাল কোর্অডনিটের মো. আনছিুজ্জামান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাজনীন সুলতানা জেনি, উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর ফয়জুল ইসলাম ও নার্গিস আক্তার, জেলা নারী সমাজের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, উপজেলা নারী এসোসিয়েশনের উপদেষ্টা আলেয়া বেগম, সহসভাপতি ফুলিয়া বেগম, সহসভাপতি চিচিলিয়া মণ্ডল, সাংগঠনিক সম্পাদক রতœা আক্তার চুমকিসহ সংগঠনের ১১জন।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা নারী সমাজের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা। আলোচনা সভা শেষে র‌্যালি পদ্মপুকুর পশ্চিপাড়া থেকে শুরু হয়ে প্রাথমিক বিদ্যালয় হয়ে আবারো সভাস্থলে এসে শেষ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়