মানবতাবিরোধী অপরাধ : দণ্ড থেকে খালাস চেয়ে চারজনের আপিল

আগের সংবাদ

ঝিকরগাছা : বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন উপসচিব

পরের সংবাদ

চান্দিনায় ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় আরো শতাধিক স্থানীয় যুবক শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে অবরোধে অংশ নেয়। গত সোমবার সকাল সাড়ে ৯টায় মহাসড়কের চান্দিনা ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর- গোমতা এলাকায় গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর প্রশাসনের হস্তক্ষেপে এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য এক সপ্তাহের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণ শুরু করার প্রতিশ্রæতি দিলে অবরোধ তুলে নেয়া হয়। দেড় ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। বেলা ১১টায় অবরোধ তুলে নিলে যানজট কমতে শুরু করে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনি, চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান সাকিব, হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওবায়দুল হক প্রমুখ। জানা যায়, গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়টি মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় প্রায় সময়ই দুর্ঘটনার কবলে পড়ে হতাহত হচ্ছে শিক্ষার্থীরা। গত ২৯ অক্টোবর সাদিয়া আক্তার নামে এক স্কুল ছাত্রী নিহত হওযার পর ওই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেয়া হয়। এরই মধ্যে আরো কয়েকটি দুর্ঘটনা ঘটে আহত হন একাধিক শিক্ষার্থী। সর্বশেষ গত রবিবার একই স্থানে মহাসড়ক পারাপারের সময় ওই বিদ্যালয়ের শিক্ষক জুয়েল রানা ও শিক্ষার্থী জাহিদ হাসান গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়