ছিনতাইকারী থেকে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান

আগের সংবাদ

বিশুদ্ধ পানি ছাড়াই স্বাস্থ্যসেবা! : উপকূলীয় হাসপাতালগুলোতে বিশুদ্ধ পানির সংকট, দেশের ২১ শতাংশ হাসপাতালে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা

পরের সংবাদ

মাতৃভাষাকে আক্রমণ না করার অনুরোধ

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের সফলতার পর দ্বিতীয় সিজনকে ঘিরে শ্রোতা এবং সংগীতানুরাগীদের বাড়তি আগ্রহ ছিল। তবে গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন এখন সেই আগ্রহ পুরোপুরি পূরণ করতে পারেনি। প্রথম গান মুড়ির টিন দর্শক জনপ্রিয়তা পেলেও মেঘদল ও জহুরা বাউলের সমন্বয়ে বনবিবি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। শনিবার প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের তৃতীয় গান নাহুবো। হাজং ভাষায় গানটি গেয়েছেন প্রথম সিজনের নাসেক নাসেক দিয়ে আলোড়ন তোলা অনিমেষ রায়। তার সঙ্গে র‌্যাপশিল্পী হিসেবে পারফর্ম করেছেন কক্সবাজারের কন্যা ডটার অব কোস্টাল নামে পরিচিত সোহানা রহমান। তবে প্রকাশের পর গানটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সমালোচনার পরিপ্রেক্ষিতে অনিমেষ রায় সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আমি একজন বাঙালি এবং বাংলাদেশি। যাই হোক, আমি হাজং ভাষাভাষীও বটে। জন্ম থেকে আমার স¤প্রদায়ের মাধ্যমে আমি এ ভাষা শিখেছি। পরে বড় হওয়ার পর বুঝলাম আমাদের রাষ্ট্রভাষা বাংলা। তাই আমি বাংলা শিখতে শুরু করলাম। এরপর থেকে আমি বাংলা ভাষায়ই মানুষের সঙ্গে অধিকাংশ কথা বলেছি।’ তিনি আরো বলেন, ‘শেষ কবে বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলেছি, তা নিজেরও মনে নেই। তবে এ বিষয়ে তার বা হাজং স¤প্রদায়ের কোনো দুঃখ নেই। কারণ তিনি বাঙালি এবং দুটি ভাষাই বিভিন্ন উপায়ে হৃদয়ে ধারণ করা।’ অনিমেষ তার পোস্টে আরো বলেন, ‘হাজং ভাষার নিজস্ব বর্ণমালা নেই। হয়তো একদিন আমাদের এক সেট নিজস্ব বর্ণমালা থাকবে। তাই অনেক দিন ধরেই আমি আমার এ মাতৃভাষাকে আমার সংগীতের মাধ্যমে সংরক্ষণের চেষ্টা করছি। কোক স্টুডিও বাংলা এখানে আমাকে অনেক সাহায্য করেছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে নাহুবো শিরোনামের গানটি নিয়ে সমালোচনায় হতাশা এবং দুঃখপ্রকাশ করে এ সংগীত তারকা বলেন, ‘আমি জানি ভাষাগত কারণে অনেকেরই গানটি বুঝতে অসুবিধা হচ্ছে। এজন্য আমি দুঃখিত। যাই হোক, কোনো নেতিবাচক বা খারাপ শব্দ দিয়ে আমি এ গানটি কম্পোজ করিনি, যা আমার হাজং স¤প্রদায়ের জন্য লজ্জার কারণ হবে। তাই সবার প্রতি অনুরোধ, আমার মাতৃভাষা নিয়ে খারাপ কথা বলবেন না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়